
tomra ja bolo tai balo - sahana bajpaie lyrics
[chorus]
তোমরা যা বলো তাই বলো
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো
[verse 1]
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
কেমন বিনা কারণে
[chorus]
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো
[verse 2]
এই পাগল হাওয়া
কী গান গাওয়া
পাগল হাওয়া
কী গান গাওয়া
ছড়িয়ে দিয়ে গেল
আজি সুনীল গগনে
[chorus]
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো
[verse 3]
সে গান আমার লাগলো যে গো
লাগলো মনে
আমি কিসের মধু
খুঁজে বেড়াই
ভ্রমরগুঞ্জনে
সে গান আমার লাগলো যে গো
লাগলো মনে
আমি কিসের মধু
খুঁজে বেড়াই
ভ্রমরগুঞ্জনে
[bridge]
ওই আকাশ ছাওয়া
কাহার চাওয়া
আকাশ ছাওয়া
কাহার চাওয়া
এমন ক’রে লাগে
আজি আমার নয়নে
[chorus]
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো
[outro]
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
কেমন বিনা কারণে
তোমরা যা বলো তাই বলো
তোমরা যা বলো তাই বলো
Random Song Lyrics :
- i never really knew you - kita alexander lyrics
- fool of me. - neonmosh lyrics
- one off the wrist - good cop lyrics
- $$olve it allllll...!!!!!!! - brokehoes lyrics
- mushrooms - ffresh, kanabie lyrics
- камень (stone) - leel.leeveen lyrics
- ihopeimnotalone - ggravee lyrics
- scam likely - grindhard e lyrics
- tnt3 - panchowitt lyrics
- id* - yer lyrics