
ek mukhi rasta - sallok feat. james lyrics
Loading...
বলো তুমি কোন পথে যাবে
একমুখী এই রাস্তা
একবার রওনা হলে
আর ফেরা যায় না
এই পথ গেছে চলে
এঁকেবেঁকে বহুদুরে
অন্তবিহীন
কি আছে পথের শেষে?
একমুখী এই রাস্তা
একবার রওনা হলে
আর ফেরা যায় না
এই পথ গেছে চলে
এঁকেবেঁকে বহুদুরে
অন্তবিহীন
কি আছে পথের শেষে?
(যোগ করেছেনঃ পাপন)
হেসে উঠি হো হো হো
দুঃখেও কাঁদি না
হায়রে অবুঝ নিয়ম
বুঝেও বুঝলি না।
গেয়ে উঠি মন টানে
মনও জানে না
হায়রে অবুঝ এ মন
চিনেও চিনলি না।
এই পথ যাবে চলে
এঁকেবেঁকে বহুদুরে
অন্তবিহীন
কি আছে পথের শেষে?
বলো তুমি কোন পথে যাবে
একমুখী এই রাস্তা
একবার রওনা হলে
আর ফেরা যায় না
এই পথ গেছে চলে
এঁকেবেঁকে বহুদুরে
অন্তবিহীন
কি আছে পথের শেষে?
(যোগ করেছেনঃ পাপন)
ধন্যবাদ।।।।
Random Song Lyrics :
- agua (music from "sponge on the run" movie - tainy lyrics
- metrópoli - dolores delirio lyrics
- between the bars - asia rising forever - beabadoobee lyrics
- ay pablito qué rico! - pablito mix feat. mawe lyrics
- la placa - emi barz lyrics
- jess love - jesslove lyrics
- don’t wait for me - huckleberry friend lyrics
- moving on - blue october lyrics
- tilt - korpse lyrics
- i told you - jaot lyrics