
ja kichu bujacho - sallok feat. james lyrics
যা কিছু বুঝেছ তুমি প্রেমের শুরু তারওপর,
যা কিছু জেনেছ তুমি তাহার উপরে থাকেন ঈশ্বর।
যা কিছু হয়েছে সারা যেন তাম হয়নি হারা,
ভাটার পরেই আসে নদীর বুকে সেই জোয়ার। ভাটার পরেই আসে নদীর বুকে সেই জোয়ার।
যা কিছু চেয়েছ তুমি আপন মনের টানে,
যা কিছু দেখেছ তুমি নীল দুটি নয়নে।
যা কিছু পরেছে পিছে যেন তাম হয়নি মিছে,
ভাটার পরেই আসে নদীর বুকে সেই জোয়ার।
ওরে ভাটার পরেই আসে নদীর বুকে সেই জোয়ার।
যে জন দিয়েছে ফঁাকি যেন তাহারও রয়েছে বাকি,
শুভদিনের শুভস্বপ্নে,
মাতো সবাই নতুন নতুন ঘর আর নিরাশার পরেই শুরু নতুন আশার,
ভাটার পরেই আসে নদীর বুকে সেই জোয়ার। ওরে ভাটার পরেই আসে নদীর বুকে সেই জোয়ার।
যা কিছু বুঝেছ তুমি প্রেমের শুরু তারওপর,
যা কিছু জেনেছ তুমি তাহার উপরে থাকেন ঈশ্বর।
যা কিছু হয়েছে সারা যেন তাম হয়নি হারা,
ভাটার পরেই আসে নদীর বুকে সেই জোয়ার। ওরে ভাটার পরেই আসে নদীর বুকে সেই জোয়ার।
সারু
Random Song Lyrics :
- szédülés - péterfy bori & love band lyrics
- boldogság utca 17 - funktasztikus lyrics
- si tu quisieras - matheus10 lyrics
- geh jetzt nicht - neoh lyrics
- sellout - word alive lyrics
- ni nom di drapeau - sordide lyrics
- gates - abode lyrics
- 뷰티 인사이드 - 윤종신 lyrics
- dem fall - slim pickings lyrics
- save that girl - tony gestone lyrics