
ekla akaash (male vocals) - sandipan roy lyrics
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেশে
শুধু তোমায় ভালবেসে
আমার দিন গুলো সব রং চিনেছে তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
তুমি চোখ মেল্লেই ফুল ফুটেছে আমার ছাঁদে এসে
ভোরের শিশির মুখ ছুয়ে যায় তোমায় ভালবেসে
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেশে
শুধু তোমায় ভালবেসে…
আমার ক্লান্ত মন, ঘর খুঁজেছে যখন
আমি চাইতাম, পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন
ঘর ভরা দুপুর, আমার একলা থাকার সুর
রোদ গাইতো, আমি ভাবতাম তুমি কোথায়, কতো দূর
আমার বেসুর গিটার সুর বেঁধেছে তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
আমার একলা আকাশ চাঁদ ছিনেছে তোমার হাসি হেঁসে
শুধু তোমায় ভালবেসে…
অলস মেঘলা মন, আমার আবছা ঘরের কোন
চেয়ে রইতো, শুনতে চাইতো
তুমি আসবে আর কখন
শান্ত ঘুঘুর ডাক, ধুলো মাখা বইয়ের তাক
জেন বলছে, বলে চলছে থাক অপেক্ষাতেই থাক
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেশে
শুধু তোমায় ভালবেসে
আমার দিন গুলো সব রং চিনেছে তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
Random Song Lyrics :
- od - עוד - nathan goshen - נתן גושן lyrics
- nitro space - nitro 85 lyrics
- life i live - rose (av9) lyrics
- belly of a tiger (bi-polar) - scrupulous lyrics
- such a drag - horse head lyrics
- mediterranean - true love always lyrics
- hold it up - skeptik tongues lyrics
- girls gone wild part two - kvthewriter lyrics
- обескровленная мэри (bloodles mary) - flëur (band) lyrics
- can't fall asleep - alex z lyrics