
bhalo lage na - sanjeeb choudhury lyrics
ওই কান্নাভেজা আকাশ আমার ভালো লাগে না
থমকে থাকা বাতাস আমার ভালো লাগে না
তুড়ির তালে নাচতে থাকা ভালো লাগে না
এই মরে মরে বেঁচে থাকা ভালো লাগে না।।
ওই কান্নাভেজা আকাশ —
পাখির কন্ঠে বেশুরো গান ভালো লাগে না
নরনারীর একমুখী টান ভালো লাগে না।।
ওই ফুলের বুকে ধুতুরার ঘ্রাণ ভালো লাগে না
মৃত্যুভয়ে চমকানো প্রাণ ভালো লাগে না।
ওই কান্নাভেজা আকাশ আমার ভালো লাগে না।
তোমায় নিয়ে কাঁড়াকাঁড়ি ভালো লাগে না
তোমায় নিয়ে বাড়াবাড়ি ভালো লাগে না
আর তোমার আমার ছাড়াছাড়ি ভালো লাগে না
তোমায় নিয়ে কাঁড়াকাঁড়ি ভালো লাগে না
কান্নাকাটি হল্লাহাটি ভালো লাগে না
সবুজ দ্বীপে মরণ ঘাটি ভালো লাগে না।।
দু: স্বপ্ন ছাওয়া মাটি ভালো লাগে না
অন্ধকারে বসতবাটি ভালো লাগে না
ওই কান্নাভেজা আকাশ আমার ভালো লাগে না
থমকে থাকা বাতাস আমার ভালো লাগে না
তুড়ির তালে নাচতে থাকা ভালো লাগে না
এই মরে মরে বেঁচে থাকা ভালো লাগে না।।
ওই কান্নাভেজা আকাশ আমার ভালো লাগে না।
Random Song Lyrics :
- roses are red my love - wednesday (canadian band) lyrics
- ata - eldəniz məmmədov lyrics
- e io gioco a fare il gym bro* - tony 2milli lyrics
- bitch strips - e.r. (horrorcore) lyrics
- marvelous me (scott hall) - tna wrestling lyrics
- rick and morty - karma (zone 2) lyrics
- baptize - not klyde lyrics
- clarinets - sunshine christo lyrics
- hhhbhbh - uhuhuh lyrics
- shortening bread - the skillet lickers lyrics