
ekla duniya - sanjoy, muza & habib wahid lyrics
[intro]
ওরে ও…
ওরে ও…
[chorus: habib wahid]
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়
[verse: habib wahid]
কত না একসাথে পথ চলা বাকি
স্বপ্নের সাথী তুমি যে আমার
দিবানিশি আসো তুমি আনমনে
খেয়ালে ভাসে কথা যে তোমার
[chorus: habib wahid]
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়
[verse 2: habib wahid, muza]
পাহাড়*নদী সবই কাছে ভালোবাসার মেলবন্ধনে
তোমার সাথে সব স্বপ্ন ফোটে উঠে জীবনে
ঝিঁঝিঁতে ভরে যায় রাত
তোমার ছুঁয়ে গেছে হাত
মনে হয় যেন লেখা গাঁথা
আমাদের মনের গোপন সব কথা
[chorus: habib wahid]
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়
[post*chorus: muza, habib wahid]
তুমি আমি ভালোবাসা
দুই প্রাণ এক দোলা
তুমি আমি ভালোবাসা
এক আকাশের তারা
তুমি আমি ভালোবাসা
দুই প্রাণ এক দোলা
তুমি আমি ভালোবাসা
এক আকাশের তারা
[chorus: habib wahid]
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়
Random Song Lyrics :
- go - so oddly, plaskoslake lyrics
- jesus' name - andrez babii lyrics
- caminando (r3hab remix) - don bigg lyrics
- i'm not a furry but - ham sandwich (usa) lyrics
- peace will come (according to plan) - miley cyrus & melanie safka lyrics
- duke ellington's sound of love (vocal) - charles mingus lyrics
- назад (back) - fem.love lyrics
- 3. untitled - iamzatoichi lyrics
- дом 1403 (house 1403) - bodiev lyrics
- slowdown - atlas (tr) lyrics