
elo bpl - sanjoy & muza lyrics
[verse 1: muza]
খেলায় মাতো সবাই মিলে
এলাকা কাপাও ছক্কা*চারে
বাংলার হৃদয় উৎসবে নাচে
বিজয় উল্লাস ঘরে ঘরে
[pre*chorus: muza]
লাল সবুজের পতাকা উড়ে
বাংলাদেশের আকাশ জুড়ে
bpl তোলে ঝড়
দেশে এলো দিন বদল
[chorus: muza]
আবার এলো bpl
এলো bpl, এলো bpl
আবার এলো bpl
এলো bpl, এলো bpl
[verse 2: avoidrafa]
এসো দেশ বদলাই
পৃথিবী বদলাই
হাতে হাত ধরে
নতুন করে
আশার আলো ছড়াই
[pre*chorus: avoidrafa]
লাল সবুজের পতাকা উড়ে
বাংলাদেশের আকাশ জুড়ে
bpl তোলে ঝড়
দেশে এলো দিন বদল
[chorus: avoidrafa]
আবার এলো bpl
এলো bpl, এলো bpl
আবার এলো bpl
এলো bpl, এলো bpl
[verse 3: hannan]
ভাই*ব্রাদার ডাক দে, ক আইলো রে bpl
shot করুম gap*এ সব, তর টা তুই বুইজ্জা খেল
আওয়াজ উউবোই বহুত, এডা bpl
আমি তো আর একলা না, আমার লগে তুইও খেল
স্বাধীন support*এ উৎসব পালন জিতলেই
দেখলাই তো সমস্যা বাঙালি চেতলে
তোগো মতো full toss উড়ায়া দেই দেখলেই
সবাই হয় না লেখক এডা*ঐডা লেখলেই
feilding রাখ tight, cover করুম সব drive মাইরা
দোষ দেস মাডের তুই নিজে খেলতে না পাইরা
সবাই আইসে খেলতে লইস না কাউরে হালকায়
বিশ্বাস আছে আজকে, champion হ’বি কালকাই
দরকার পড়বো run প্রত্যেকটা ball*এ ball*এ
cup একটাই আর লড়াই দলে দলে
খেলার ভিত্তেই এডি হার*জিত চলে চলে
কয়জন উপ্রে দা আর বাকিডি তলে তলে
[pre*chorus: muza]
লাল সবুজের পতাকা উড়ে
বাংলাদেশের আকাশ জুড়ে
bpl তোলে ঝড়
দেশে এলো দিন বদল
[chorus: muza]
আবার এলো bpl
এলো bpl, এলো bpl
আবার এলো bpl
এলো bpl, এলো bpl
Random Song Lyrics :
- i'm gonna drink - nate kenyon lyrics
- lights are off - vortex (fr) lyrics
- dealer - pusher (pl) lyrics
- reason (evilgiane remix) - pinkpantheress lyrics
- oh yeah - mild orange lyrics
- falling - aisles lyrics
- cigarette - shadowghost (deu) lyrics
- digital bloodbath - sheep bøyfriend lyrics
- one two - emma genta lyrics
- o ti clear - pasuma lyrics