
akash jure suninu - sanjukta das lyrics
Loading...
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে
তোমারি নাম সকল তারার মাঝে ॥
সে নামখানি নেমে এল ভুঁয়ে,
কখন আমার ললাট দিল ছুঁয়ে,
শান্তিধারায় বেদন গেল ধুয়ে—
আপন আমার আপনি মরে লাজে ॥
মন মিলে যায় আজ ওই নীরব রাতে
তারায়-ভরা ওই গগনের সাথে।
অমনি করে আমার এ হৃদয়
তোমার নামে হোক-না নামময়,
আঁধারে মোর তোমার আলোর জয়
গভীর হয়ে থাক্ জীবনের কাজে ॥
Random Song Lyrics :
- miracle maker (ejeca remix) - dom dolla, clementine douglas & ejeca lyrics
- мой маленький ла-ла (my little la la) - linkolin lyrics
- bangga nyanyi walau suara pas-pasan - restu teguh lyrics
- napalm - doyoushmal lyrics
- гро (gro) - wesley vlk lyrics
- all positions - iraneazy lyrics
- peak of despair (feat. mitty) - jake stark lyrics
- lsd - ikaabeille lyrics
- let's run away - young risen lyrics
- pagarás - hijos de algo lyrics