
kano jamini na jete - sasha lyrics
Loading...
কেন যামিনী না যেতে জাগালে না,
বেলা হল মরি লাজে ।
শরমে জড়িত চরণে কেমনে চলিব
পথের মাঝে ॥
আলোক পরশে মরমে মরিয়া
হেরো গো শেফালি পড়িছে ঝরিয়া,
কোনো মতে আছে পরান ধরিয়া
কামিনী শিথিল সাজে ॥
নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ ঊষার বাতাস লাগি,
রজনীর শশী গগনের কোণে
লুকায় শরণ মাগি ।
পাখি ডাকি বলে ‘গেল বিভাবরী’, বধূ
চলে জলে লইয়া গাগরি ।
আমি এ আকুল কবরী আবরি কেমনে
যাইব কাজে ॥
কেন যামিনী না যেতে জাগালে না
বেলা হল মরি লাজে।।
Random Song Lyrics :
- macguyver - irondomi lyrics
- glad - tori kelly lyrics
- starstruck? - skyclad lyrics
- damage(prod.by.arkidvez) - d goat lyrics
- 007 - king ulysses lyrics
- voy a volver - felipe morris lyrics
- bollywood nepotism - revenger lyrics
- i'mperfection - nick lord music lyrics
- phoney - 3vd lyrics
- perfection - kingmichaelbeats lyrics