
tumi nei - savvy lyrics
রাত জাগা দুটো চোখ
চার দেয়াল, শূন্য এ ঘর
ধূলো মাখা, শেষ চিঠি
শুকনো ফুল, রঙ যেত সব
ভিজে ভিজে চোখ খোঁজে তোমায়
মিছি মিছি কেন অভিনয়
খুঁজে খুঁজে যাই স্রিতির পাতাই
মুছে মুছে যায় স্বপ্ন গুলো
এল মেল শুধু ওড়ে ধুলো
পড়ে থাকে শুধূ নিরবতা
তুমি নেই, কাছে তুমি নেই
তুমি নেই, পাশে তুমি নেই
তুমি নেই, কাছে তুমি নেই
বোজে না এ মন, ওওও
তুমি নেই, সাথে তুমি নেই
তুমি নেই, পাশে তুমি নেই
তুমি নেই, সাথে তুমি নেই
বোজে না এ মন, ওওও
কেন রে জীবন?
ছাই রঙে, অ্যাশট্রে তে
ঠান্ডা হয়, কফির কাপ
গোপোনে কাঁন্দে রাত
তার আজ মন খারাপ
ভিজে ভিজে চোখ খোঁজে তোমায়
মিছি মিছি কেন অভিনয়
খুঁজে খুঁজে যাই স্রিতির পাতাই
মুছে মুছে যায় স্বপ্ন গুলো
এল মেল শুধু ওড়ে ধুলো
পড়ে থাকে শুধূ নিরবতা
তুমি নেই, সাথে তুমি নেই
তুমি নেই, পাশে তুমি নেই
তুমি নেই, সাথে তুমি নেই
বোজে না এ মন, ওওও
কেন রে জীবন?
Random Song Lyrics :
- ko kan aiye - sheyman lyrics
- stop the rain - the suede crocodiles lyrics
- pink floyd - pigs (three different ones) (traducción al español) - pink floyd lyrics
- a greater song (reimagined) - paul baloche lyrics
- chosen - matt ox lyrics
- gneva - גנבה (live) - hayehudim - היהודים lyrics
- best highs - token lyrics
- parables (remix) - matthew the artist lyrics
- that's what he does - the needhams lyrics
- ja bi opet - sajfer lyrics