
basanta batashe - sayan & papan lyrics
বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে
বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে…
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ
আমার বাড়ি আসে, সই গো…
বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে
নানা রঙের প্রজাপতি, ডানা মেলে বাড়ায় গতি…
রোদ বৃষ্টির খেলায় মেতে ক্ষতি কি, ক্ষতি কি
আমার বুকের কৃষ্ণচূড়া, পায়নি তোমার ঠোঁটের সারা…
ভাঙা মন আজও দেয় আস্কারা, ক্ষতি কি, ক্ষতি কি
আমার বন্ধুর বাড়ির ফুল বাগানে, নানান রঙের ফুল…
বন্ধুর বাড়ির ফুল বাগানে, নানান রঙের ফুল
ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে…
ভ্রমরা আকুল, সই গো
বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে…
বসন্ত আসে না, আমায় ভালোবাসে না
আসে না ফুল, তাই প্রত্যেকটা ভুল…
ছুড়ি আঘাত হানে, খুঁচিয়ে খুঁচিয়ে প্রাণে
আলো দাও আলো, আর আলো চোখে ঢালো…
মসৃন কার্পেটে ফুল গুলো, ঝরে গেছে অবশেষে
নিয়মিত একবেশে ভুল গুলো, করে যাই ভালোবেসে…
বসন্ত আসে না, বসন্ত বাতাসে
বসন্ত আসে না, বসন্ত বাতাসে…
বসন্ত আসে না, বসন্ত বাতাসে
বসন্ত আসে না, বসন্ত বাতাসে, বাতাসে…
Random Song Lyrics :
- gateflaks - rapspillets obama lyrics
- 2026 - david maayan - דוד מעיין lyrics
- lie to me - phonte and eric roberson lyrics
- between the bars - seth avett & jessica lea mayfield lyrics
- moje zacisze - killa familla lyrics
- la distorsion - iván ferreiro lyrics
- what we got (black men) - lapzul lyrics
- just friends - craig chaquico lyrics
- r.a.d.i.o. - benny boy lyrics
- janet - berhana lyrics