
durey (ost from hotath dekha) - sayed nafis,pallobi roy lyrics
Loading...
[intro]
দূরে যে ছিলে,ভালোই তো ছিলে
প্রেমের চিঠি পুরোনো খামে
আড়ালে রাখি, আমি সামলে দু চোখে
লুকিয়ে রাখা পুরোনো নামে
[pre*chorus]
দেখা হবে, ভাবিনি আগে
[chorus]
দূর, দূরে বহুদূরে, পথ গেছে সরে
কেনো এলে তবে ফিরে
অচেনা এ তীরে
স্মৃতিদের ভীড়ে হারিয়ে গেছি কবে যে
[verse]
দূরে থেকেও ক্ষণিকের কাছে আসা
অবুঝ সময় মুহূর্ত অজানা
আগলে আছি যেটুকু, আছি বেঁচে
বলবো কি করে যেটুকু বলার আছে
[pre*chorus]
দেখা হবে, ভাবিনি আগে
[chorus]
দূর, দূরে বহুদূরে, পথ গেছে সরে
কেনো এলে তবে ফিরে
অচেনা এ তীরে
স্মৃতিদের ভীড়ে হারিয়ে গেছি কবে
দূর, দূরে বহুদূরে, পথ গেছে সরে
কেনো এলে তবে ফিরে
অচেনা এ তীরে
স্মৃতিদের ভীড়ে হারিয়ে গেছি কবে যে
[outro]
হারিয়ে গেছি কবে যে
Random Song Lyrics :
- a wonderful life - legacy five lyrics
- public display - pradam0rgue lyrics
- mattaarum kaanaathe - kaantha lyrics
- my life moves on - no children lyrics
- only dream - inger lyrics
- tentando a sorte - milanboy lyrics
- неделимы - whycherry? & lil fr3aky lyrics
- kick! punch! - parappa the rapper lyrics
- rich sex - coach joey lyrics
- сказать прости (say sorry) - ak0 lyrics