
phagun phurabe jobe - shahid kabir polash lyrics
Loading...
ফাগুন ফুরাবে যবে
উঠিবে দীরঘ শ্বাস চম্পার বনে
কোয়েলা নিরব হবে
ফাগুন ফুরাবে যবে
আমারে সেদিন যদি স্মরনে আসে
বেদনা জাগে ঝরা ফুল সুবাসে
আমার স্মৃতি যত
ঝরা পাতার মত
ফেলিয়া দিও নিরবে
ফাগুন ফুরাবে যবে
যবে বাসর নিশি ফুরাবে
রাতের মিলন মালা প্রভাতে মলিন হবে
সুখ শশি অস্ত যাবে
আসিবে জীবনে তব বৈশাখী ঝড়
লুটাবে পথের পরে
ভেঙ্গে যাবে ঘর
সেদিন স্মরনে তব আসিবে কি তাহারে
গৃহহীন করিয়াছ যাহারে ভবে।
Random Song Lyrics :
- chałupy welcome to - zbigniew wodecki lyrics
- living in the past - the plague lyrics
- geo sprite exo - iglooghost lyrics
- freddy, mi amor - grease lyrics
- outta hand - shebeel lyrics
- amor e verão - joão coração lyrics
- 888 (karma) - xina mora & babi lyrics
- despierten - amen (per) lyrics
- creep (by the pain, killers, not by radiohead) - the pain, (comma) killers lyrics
- passage (part i - iv) - the awakening lyrics