
ek jibone eto prem - shahid & shuvomita lyrics
[intro]
তুমি আমি কাছাকাছি আছি বলে
এ জীবন হয়েছে মধুময়
যদি তুমি দূরে কভু যাও চলে
শুধু মরণ হবে, আর কিছু নয়
[chorus]
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
[verse 1]
তোমারই পরশে ভালোবাসা আসে মনেরই আঙ্গিনায়
নয়ন ভরে দেখি তোমায়, তবু বুঝি দেখার শেষ নাই
তোমারই পরশে ভালোবাসা আসে মনেরই আঙ্গিনায়
নয়ন ভরে দেখি তোমায়, তবু বুঝি দেখার শেষ নাই
[chorus]
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
[verse 2 / bridge]
সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে
দু’জনে একসাথে ভেসে যাই
ভেসে ভেসে ভালোবেসে
সারা জীবন বাঁচতে চাই
সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে
দু’জনে একসাথে ভেসে যাই
ভেসে ভেসে ভালোবেসে
সারাটা জীবন বাঁচতে চাই
[outro]
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
Random Song Lyrics :
- ride or die - joshva lyrics
- xoxoxo - datyunging5 lyrics
- josé - negrø (walter esaú) lyrics
- pray for me - the jayhawks lyrics
- i've never been this close to death before - kuro neko lyrics
- sept. 14th (refill) - raiwun lyrics
- waiting for the sun - floater lyrics
- her şey yalan - jagged lyrics
- make it home - dan seals lyrics
- background - bass santana lyrics