
bari firchchina - shahriar siddique shabbir lyrics
ফিরবো বাড়ি বলে ব্যস্ততাকে ফেলে
শহরের রাস্তায় এই মন টিকছে না!
তুমি আছো কি তাকিয়ে ওই একি চাঁদটার দিকে আমি দেখছি হয়তো তুমি দেখছো না।
বলতে পারছি না ফোনে আমি ফিরবো কতক্ষণে
তোমায় না দেখেও থাকতে পারছি না।
সময়টা কেন সে অনুকূলে নয় অপেক্ষায় থেকো না
না না ফিরছি না আমি বাড়ি ফিরছি না
অপেক্ষায় থেকো না ফিরতে পারছি না।
তুমি কি অপেক্ষায় ওই বারান্দায়
যেখানে সূর্য ডোবে সন্ধ্যায়
তোমার চোখের ওই জল মুছে ফেলো
আমি আসবো ফিরে! অবশ্যই আসবো!
তোমার চোখের পাতায় লুকিয়ে নাও আমায়
যেন এই শহর আমায় দেখে না।
না না ফিরছি না! আমি বাড়ি ফিরছি না।
অপেক্ষায় থেকো না।ফিরতে পারছি না।
ফিরবো বাড়ি বলে ব্যস্ততাকে ফেলে!
শহরের রাস্তায় এই মন টিকছে না।
তুমি আছো কি তাকিয়ে ওই একি চাঁদটার দিকে
আমি দেখছি হয়তো তুমি দেখছো না।
না না ফিরছি না। আমি বাড়ি ফিরছি না।
অপেক্ষাই থেকো না ।ফিরতে পারছি না!
না না ফিরছি না।আমি বাড়ি ফিরছি না।
অপেক্ষাই থেকো না ফিরতে পারছি না।
Random Song Lyrics :
- jestem w grze - owal/emcedwa lyrics
- bakara - tinze lyrics
- new you (duet with pekka v. louhimo) - noora louhimo experience lyrics
- dieses kleine große leben - simone & charly brunner lyrics
- sonder - raine christian lyrics
- backtrack - avec sans lyrics
- moon - baby e the prince lyrics
- great big mystery - brian deady lyrics
- 100pr3 - seba wndr lyrics
- obscene - rachael baldwin lyrics