
akash bhora surjo tara - shamik pal & debadrito chattopadhyay lyrics
Loading...
আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ,
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
অসীম কালের যে হিল্লোলে
জোয়ার-ভাঁটায় ভুবন দোলে
নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে,
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে,
ছড়িয়ে আছে আনন্দেরই দান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ।
কান পেতেছি, চোখ মেলেছি,
ধরার বুকে প্রাণ ঢেলেছি,
জানার মাঝে অজানারে করেছি সন্ধান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
Random Song Lyrics :
- big pockets! feat. jaybands (prod. breezeh) - yvng mc lyrics
- ethiopia ii - j-dub lyrics
- brawurowo i pusto. raczej bez światła. - deys lyrics
- монца (monza) - prāta vētra (brainstorm) lyrics
- ethiopia - j-dub lyrics
- (hey why) miss you sometime - p!nk lyrics
- some high shit (freestyle) - freshito lyrics
- lucky's sight - wand lyrics
- green light (intro) - decay lyrics
- forever freestyle - quadeca & saint g lyrics