preeti guha - shandilya banerjee lyrics
class 10 er স্মৃতিগুলো
এই শিথিল মনের মাঝে
শিশির ধুলো, লাগা।
কৈশর তখন তুঙ্গে
আমার, প্রেমের রীতি গুলো বড় অজানা
বছরের ইতিপূর্বে , আমি কি বিমূঢ়
বসি last bench এ তখন
পাই last bench এর চিঠীগুলো, শেষ line e lekha
ইতি, প্রীতি গুহ !
কেমন শিহরণ, গোটা শরীরে, আগে হয়নি
যে কোনোদিনও অনুভূতি এমন
আসলে এর আগে কোনদিনও চারিপাশে
পরিজাতের মতো কোমল নারী জাতি আমার সংস্পর্শে আসেনি
মা কে ছাড়া কোনো নারির স্বর্গীয় চোখ আমার নাজেহাল
নরক মর্তে আসেনি
আর এখানে একটি অচেনা মেয়ের প্রেমপত্র? পড়ে দেখি
প্রিয়তম
তোমার অজান্তে আমার ক্লান্ত চোখ দুটো যে
তোমারই প্রান্তে ছোটে, বিশ্বাস হচ্ছে না?
তাও তো মানতে হবে
কিশোরীর এই স্তব্ধ হৃদয় প্রেমের আদর্শ
তোমারই প্রানকে ভাবে
খান্তবর্ষণ শেষে শান্ত সন্ধ্যা সম তোমার
অনুরাগের আলতো স্পর্শ আমার শুষ্ক
রক্তকে যে সিক্ত করে তোলে…
আমার মনে হয় আমাদের এই বন্ধন যেন জন্ম জন্মান্তরের
আর… আর বাকিটা নয় পরের জন্য রাখি?
যখন তুমি আমার সাথে দেখা করবে? ইতি
প্রীতি গুহ
case করেছে!
এটা কে ছিল? আমি কাঁপছি ! জড়ো জগতে এ কে এত কাব্যিক? বয়স কতো হবে? লেখা যেন ছাব্বিস
ভেবেছিলাম আমি হবো সারাজীবন কার্তিক?! না
তবে ব্যাঙ্গাত্মক নয় তো? সত্যি কি মেয়ে?
কেউ আমায় দেখে নারায়ও না ঘাড় তবে লক্ষীটি কে?
কিছু দিন গেলো এই নিয়ে ভাবতে
না বলিনি যে আমায় প্রেমপত্র দিয়েছে কেউ অজানা
তবে আরেকদিন স্কুলের এক জানালার কাছে ক্লাসের
দক্ষিণ দিকে, আমি টান অনুভব করি ওরি দিকে
তুমিই প্রীতি?
বাকিটা ইতিহাসে, স্মৃতি ভাসে, প্রীতির সাথে পীড়িত আসে
সুখকর ছিল সব এই আঁধার জীবনে যেন আলোর আশা
হয়তো একে বলে ভালবাসা। কিন্তু তারপর…
তারপর ও বেশ কিছুদিন স্কুলে আসেনা।
একদিন, দুদিন, পরপর দুই সপ্তাহ চলে যায়
মাধ্যমিক কাছাকাছি চলে আসছিল
তার পর ওকে আর দেখতে পাবো কিনা সন্দেহ।
আমি ভেতর থেকে বড় চঞ্চল হয়ে উঠেছিলাম
আমি খোঁজ লাগাতে শুরু করলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানিস?
ও বলেছিল আমাকে ও 9 এ পড়ত
ওর ক্লাসে প্রীতি বলে কেউ ছিলনা
আমি কথপোকথনে ওকে যতবারই phone এর নম্বর টা চাইতাম সেটাও দিতোনা
প্রেমে পাগল আমি খুঁজি ওকে হন্ত দন্ত হয়ে
রন্ধ্রে রন্ধ্রে সে যে ছাপ ফেলে গেলো
আমার মস্তিকে কেনো চাপ রেখে গেলো
তাকে খুঁজে বার করার অভিশাপ রেখে গেলো।
আমি খুঁজি ওকে ভিড় ভরা করিডোরে
সেই জানালায় হয়তো প্রীতি বসেছিল তারি কোণে, কিন্তু না।
পাইনি কখনও ওকে খুঁজে, তারপর যাওয়া বন্ধ স্কুলে
বাড়ি বসে ছিলাম গুঁজে নিজেকে।
Random Song Lyrics :
- die for you - drex carter lyrics
- buy broom buzzems - jack the lad (uk) lyrics
- storms - as was lyrics
- caught dead - isowavie lyrics
- в тачку (into the car) - daniel z lyrics
- unit - downfvll & sinizter lyrics
- titta på oss nu - nymålat lyrics
- i just want to feel you - r. stevie moore lyrics
- oujda.(reggada) - dj stephan 20 steph lyrics
- herringbone - greyson chance lyrics