
odds of love (the raspberry remix) - sharika warda lyrics
Loading...
যদি বলো যেতে আমায়
ভেসে যাব রেখে তোমায়
যদি বলো যেতে আমায়
ভেসে যাব রেখে তোমায়
শিখে নিয়েছি
বাঁচতে একা
ভালোবেসে তোমায়
যদি ভালোবাসতে আমায়
স্বপ্ন দেখি নিয়ে তোমায়
ওই সুদূরে আবছা তুমি
ডাকছো নামটা ধরে আমার
তবু ভাবছে মন
তুমি ছিলে না
কখনো যে আমার
যদি বলো যেতে আমায়
ভেসে যাব রেখে তোমায়
শিখে নিয়েছি
বাঁচতে একা
ভালোবেসে তোমায়
যদি বলো যেতে আমায়
ভেসে যাব রেখে তোমায়…
Random Song Lyrics :
- we gon ride - mc david j lyrics
- in the lap of the gods - superstarbarbie lyrics
- i would love you forever - francis garcia lyrics
- violação - byusukii lyrics
- n0 n0 - bluudeyes lyrics
- jnoun - triplego lyrics
- my trusty steed - joey o'neil lyrics
- kingdom come - woodes lyrics
- no hot shit - jeff loc lyrics
- we believe - sara paulson lyrics