
onek sadhonar pore - shila aziz lyrics
Loading...
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার
মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন;
তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি, ভালোবাসি,
ভালোবাসি তোমাকে;
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার
মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন ।
বিধাতা আমাকে তোমার জন্যে গড়েছে
আপন হাতে,
জীবনে মরণে, আধারে – আলোতে থাকবো
তোমার সাথে;
তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি, ভালোবাসি,
ভালোবাসি তোমাকে ।
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার
মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন ।
যাবেনা কখনও ফুরিয়ে যাবে না – আমার
ভালোবাসা;
তোমাকে পেয়েছি – পেয়েছি আবারো
বাচার নতুন আশা;
তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি, ভালোবাসি,
ভালোবাসি তোমাকে ।
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার
মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন । ।
Random Song Lyrics :
- abertura do ben 10 mas eu estou gritando a letra - luckhaos lyrics
- location - bright campa lyrics
- dear song - daisuke ishiwatari lyrics
- addictions - nic violets lyrics
- malcolm x - fly anakin & henny l.o. lyrics
- salt and smoke - chester doom lyrics
- i lift up my voice - connie scott lyrics
- fake love - ryan cassata, rillakill lyrics
- damballa - cei lyrics
- dzīvoklis - pirmais kurss lyrics