
bhoboghure jhor - shironamhin lyrics
Loading...
চৌরাস্তার উঁচু ল্যাম্পপোস্ট ছাড়িয়ে
নিঃশ্বাস নিয়ে একটু দাঁড়িয়ে
চারিপাশে বিমূর্ত রেখায়
আমি, ভবঘুরে ঝড়, তোমাদের খুব কাছে
ছায়া হয়ে যাই
তোমাদের ভালোবাসা……
শনশন উত্তাল হাওয়ায়
চৌরাস্তার ল্যাম্পপোস্ট হাঁপায়
এক কাপ গরম চায়ে
আমি, ভবঘুরে ঝড়
তোমাদের খুব কাছে
ভিজে একাকার
তোমাদের ভালোবাসা……
কখনো তোমাদের অজানা জানায়
বাউন্ডুলে ঝড় আমায় ভাবায়……
তোমাদের ছায়ায়
নির্বাক ভালোবাসা
আমি আজন্ম ভবঘুরে……
ঝড় নিয়ে আসি।
Random Song Lyrics :
- not a rapper - 42 dugg lyrics
- excuses - lifeofwell lyrics
- gonna have a good time - electrocute lyrics
- sztuka kobieca - sqvbi lyrics
- disconnected - aviators lyrics
- reins - project46 lyrics
- wrong place - lifeofwell lyrics
- chance - futuryo lyrics
- big world - bruce carroll lyrics
- dream intruders - 6eo lyrics