
borosha - shironamhin lyrics
Loading...
[chorus]
বরষা মানেনা
ঝরছে জলধারা
বরষা মানেনা
ঝরছে জলধারা
জানিনা, জানিনা
কাটবে কি ঘনঘটা
[chorus]
অনুনয় মানেনা
অবারিত মনকথা
অনুনয় মানেনা
অবারিত মনকথা
জানিনা, জানিনা
থামবে কি ঘনঘটা
[verse 1]
নির্ঝর গগনে, অপলক চেয়ে রই
বিস্মৃত কবিতা, আনকা পবনে*
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন
বলে যায় “তোমায় অনব ভালবাসি”
[verse 2]
দিপীকা সায়রে
অনিমেষ চেয়ে রই
মিথিলা বরষা, অলোক দহনে
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন
বলে যায় “তোমায় অনব ভালবাসি”
[chorus]
বরষা মানেনা
ঝরছে জলধারা
বরষা মানেনা
ঝরছে জলধারা
জানিনা, জানিনা
কাটবে কি ঘনঘটা
Random Song Lyrics :
- jetpack - young noah lyrics
- octagon - swings lyrics
- solo una mujer - josé josé lyrics
- endless circles - sarah nixey lyrics
- rain drops - evidence lyrics
- kylie - innanetwav. (uu) lyrics
- summer storm - a burning century lyrics
- politik - mizeb lyrics
- burn it all - certain death lyrics
- now - halfcastromeo lyrics