
prem akare kadabo - shitom ahmed & tasbir wolvez lyrics
Loading...
[chorus]
প্রেম আকারে কাঁদাবো
তোমার নামটাও আমি নিয়ে যাবো
আমার সাথের শুধু কষ্ট তাই
আমার সাথের তুই নিস না ঠাঁই
আমায় দেখো, গভীর জলে ডুবে যাবো দিবো না ছেড়ে
যদি সঙ্গ চাও, হাত বাড়ালে ডুবে যাবো দু’জন একসাথে
[verse]
আমি কি তোমাকে বুঝাতে পারিনি?
যদি থেকে যাও বেদনা অপরিসীম দেবো তখনই
কেন বোঝো না?
আমার চোখেতে লুকানো অভিশাপ কেন দেখো না?
আমার মন পাথরের যা ভাঙা যাবে না
[chorus]
প্রেম আকারে কাঁদাবো
তোমার পরিচয় ভেঙে দিবো
আমার আশেপাশে এসো না তুমি নিজেকেই চিনবে না
আমাকে দেখো গভীর জলে ডুবে যাবো দিবো না ছেড়ে
যদি সঙ্গ চাও, হাত বাড়ালে ডুবে যাবো দু’জন একসাথে
Random Song Lyrics :
- não chores não - zico e zeca lyrics
- casando fugido - zico e zeca lyrics
- richard mille - fleekin` tweek lyrics
- landmine - polaris lyrics
- save our soul - imany lyrics
- jeden argument - raca lyrics
- flow x grow - barz da lyricist lyrics
- dance 4 u - loopy lyrics
- water sign - lauren ruth ward lyrics
- timeless (remix) - year of the ox lyrics