
boka pakhi - shohojia lyrics
Loading...
কেন ভালো লাগে না
মন তা বোঝে না, খোঁজে না
স্বপ্নে যে তাই আসা*যাওয়া
একটা বোকা পাখি
হয়ে বসে থাকি, ভাবনা রাখি
শুকনো ডালে এলোমেলো হাওয়া
ছোট ছোট ঘর, উঁচু উঁচু বাড়ি
কারফিউ ডাকে, ওঠো তাড়াতাড়ি
হাতের মুঠোয় এক গ্লাস জাদু
একটা নীল বিষ বুকে নিয়ে ফিরি
কিছুই ছাড়ছি না, কিছু ধরছি না
ধরা দিচ্ছে না
স্বপ্নে যে তাই আসা*যাওয়া
একটা বোকা পাখি
হয়ে বসে থাকি, ভাবনা রাখি
শুকনো ডালে এলোমেলো হাওয়া
আয়না রেখে নিজেকে দেখে
কিছুই পড়তে পারছি না
ছুরি নিয়ে হাতে ধার নেই তাতে
খুঁজছি ধারালো সান্ত্বনা
কেউ তো ডাকে না, আমি ফিরছি না
কোথাও যাচ্ছি না
স্বপ্নে যে তাই আসা*যাওয়া
একটা বোকা পাখি
হয়ে বসে থাকি, ভাবনা রাখি
শুকনো ডালে এলোমেলো হাওয়া
Random Song Lyrics :
- myself - elcammgguod lyrics
- shackled hearts - funky dl lyrics
- hate party - bodyimage lyrics
- sabes hablar bien (con teson) - barricada lyrics
- laser beams - petra marklund lyrics
- only problem - the happys lyrics
- админ, дай ресов! (admin, give resources!) - iterr lyrics
- buzz me (live in chicago/1966) - b.b. king lyrics
- рут (root) - apyat lyrics
- bajo tierra - soft core gang lyrics