
epitaph - shonar bangla circus lyrics
এই আলো ধরে রাখো কুঠুরী
আমাকে আর খুঁজো না
আমি থাকবো নিভে যাওয়া প্রদীপের আঁধারে
এই গান শুনে রাখো বালুতীর
আমাকে আর ডেকো না
আমি চলে যাবো চিলের ডানায়
গভীর সাগরে
মানুষের হৃদয় ভরে ওঠে
আবার শূন্য হওয়ার জন্যে
বিস্মৃতির এই ফুলেল বাগানে
ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য
আমাদের হয়েছিলো দেখা
যখন হৃদয়কে শাসন করছিলো শূন্যতা
আমাদের হয়েছিলো কথা
যখন মৃতের কঙ্কালে স্তব্ধ মহাকাল
মানুষের হৃদয় ভরে ওঠে
আবার শূন্য হওয়ার জন্যে
বিস্মৃতির এই ফুলেল বাগানে
ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য
কোনো সন্ধ্যায় ভুলে যেও সেই আলো
যখন সময় ডেকে নেবে অন্য প্রদীপের ধারে
কোনো সন্ধ্যায় ভুলে যেও সেই আলো
যখন সময় ডেকে নেবে অন্য প্রদীপের ধারে
নিজের অরণ্যে সময় চালায় তার ধারালো কুঠার
ভুলে যেও সেই গান সাগর ধুয়ে দেয় যদি তোমার পুরোনো সৈকত
মানুষের হৃদয় ভরে ওঠে
আবার শূন্য হওয়ার জন্যে
বিস্মৃতির এই ফুলেল বাগানে
ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য
এই আলো ধরে রাখো কুঠুরী
আমাকে আর খুঁজো না
আমি থাকবো নিভে যাওয়া প্রদীপের আঁধারে
এই গান শুনে রাখো বালুতীর
আমাকে আর ডেকো না
আমি চলে যাবো চিলের ডানায়
গভীর সাগরে
Random Song Lyrics :
- insecto - no children lyrics
- трапеза (meal) - влажность (vlajnost') lyrics
- sorriso no rosto - mc ig, murillo e lt no beat & dj glenner lyrics
- в такие ночи (in nights like this) - ручеёк (rucheyok) lyrics
- cakespreader - ella maraschino lyrics
- sixth sense - kiss of life lyrics
- above air - yuugen vinny lyrics
- nvmbr - savage (pak) lyrics
- peter griffin vs randy marsh - chaotic rap battles lyrics
- zdrajcy - onlyorzel lyrics