
shurjer ondhokar - shonar bangla circus lyrics
আমাকে ছেড়ে তুমি যেখানে যাবে, সেখানে সূর্য অন্ধ
আমাকে ছেড়ে তুমি যেখানে যাবে, সেখানে সময় বন্ধ
আমাকে ছেড়ে তুমি যেখানে যাবে, সেখানটা চোরাবালি
তোমার শরীর গিলে নেবে, তোমাকে গিলে নেবে
আমাকে ছেড়ে তুমি যেখানে যাবে, সেখানে সূর্য অন্ধ
আমাকে ছেড়ে তুমি যেখানে যাবে, সেখানে সময় বন্ধ
শোনো, শোনো…
কোনো এক অদৃশ্য কারণে
পৃথিবী থেকে হারিয়ে গেছে সব রেলপথ, জলপথ, আকাশপথ
রেলপথ, জলপথ, স্থলপথ
বলো, কোন পথে তুমি যাবে
আমাকে ছেড়ে তুমি যেখানে যাবে, সেখানে সূর্য অন্ধ
আমাকে ছেড়ে তুমি যেখানে যাবে, সেখানে সময় বন্ধ
শোনো, শোনো…
আমি এক গোয়েন্দা স্যাটেলাইট
যেখানে যাও, আমার রাডার তোমাকে খুঁজে নেবে
যেখানে যাও, আমার রাডার তোমাকে খুঁজে নেবে
শোনো…
কোনো এক অদৃশ্য কারণে
পৃথিবী থেকে হারিয়ে গেছে সব রেলপথ, জলপথ, আকাশপথ
রেলপথ, জলপথ, স্থলপথ
বলো, কোন পথে তুমি যাবে
আমাকে ছেড়ে তুমি যেখানে যাবে, সেখানে সূর্য অন্ধ
আমাকে ছেড়ে তুমি যেখানে যাবে, সেখানে সময় বন্ধ
শোনো, শোনো…
তোমার সামনে খোলা আছে একটি মাত্র পথ
সে পথটা হলাম আমি
সে পথটা হলাম আমি
সে পথ দিয়ে তুমি ফিরতে পারো আমার ঘরে
সেখানে সারাদিন, সারারাত সূর্য জ্বলে থাকে
সেখানে সারাদিন, সারারাত সূর্য জ্বলে থাকে
সেখানে সারাদিন, সারারাত সূর্য জ্বলে থাকে
সেখানে সারাদিন, সারারাত সূর্য জ্বলে থাকে
Random Song Lyrics :
- labirintite - supercombo lyrics
- with you - superm lyrics
- серия #2 (episode #2) - шеff (sheff) lyrics
- sometimes - papistu alexis lyrics
- прям на смерть (straight to death) - 3eed & jormunng lyrics
- loner wolf - marked;life lyrics
- my choppa - nobs lyrics
- in flight - devour the galaxy lyrics
- fuck 'em - the shell corporation lyrics
- p. hamilton - makana haynes lyrics