
adure haowa - shovan ganguly lyrics
চিলেকোঠা ছাদ গুমসুম রাত যদি থাকে
আনকোড়া মেঘ পাঠালো আবেগ কোন ডাকে
চিলেকোঠা ছাদ গুমসুম রাত যদি থাকে
আনকোড়া মেঘ পাঠালো আবেগ কোন ডাকে
কতটা গভীর আজ তোর জল
জানিনা সাতারের কৌশল
কতটা গভীর আজ তোর জল
জানিনা সাতারের কৌশল
এভাবে ভালোবেসে তোর সাথে ভরাডুবি হতে হবে
যে নামে আসবে আজ কোন ভুল
যে নামে চাইবে আজ সে খবর
যে নামে ভাসবে আজ এ শহর
আদুরে হাওয়ায়
যে নামে আসবে আজ কোন ভুল
যে নামে চাইবে আজ সে খবর
যে নামে ভাসবে আজ এ শহর
আদুরে হাওয়ায়
চিলেকোঠা ছাদ গুমসুম রাত যদি থাকে
আনকোড়া মেঘ পাঠালো আবেগ কোন ডাকে
একটা ছাতায় হাটলে দুজন শুরু কাহিনী
খোলাপিঠে আজ শব্দ লেখা অনুভবে চিনি
একটা ছাতায় হাটলে দুজন শুরু কাহিনী
খোলাপিঠে আজ শব্দ লেখা অনুভবে চিনি
মন খারাপ আজ চুলোয় যাক আদুরে হাত
এ শরীর বৃষ্টি খুজে পাক হোক আজ শুরুয়াত
যে নামে জানলা খুলে রাখা গান
যে নামে বাড়ছে দেখ চোরাটান
যে নামে মুছবো তোর অভিমান
হাতের পাতায়
চিলেকোঠা ছাদ গুমসুম রাত যদি থাকে
আনকোড়া মেঘ পাঠালো আবেগ কোন ডাকে
চিলেকোঠা ছাদ গুমসুম রাত যদি থাকে
আনকোড়া মেঘ পাঠালো আবেগ কোন ডাকে
Random Song Lyrics :
- magnet - hunter powell lyrics
- un ramo de viento - luis eduardo aute lyrics
- afrodita - ambkor lyrics
- good loving - peter perez lyrics
- 문 (the door) - mino lyrics
- doobies in the rain *sc exclusive* - lord apex lyrics
- blame - heart tide lyrics
- hurt so bad - the delfonics lyrics
- plh - mia mormino lyrics
- booster - prepodobniy lyrics