
hridmajharey rakhbo - shreya ghoshal lyrics
কত লক্ষ জনম ঘুরে ফিরে
ও মন রে, মন রে
কত লক্ষ জনম ঘুরে ফিরে
সাধের মানব জনম পেয়েছি রে
একবার ভজলে হরি বংশীধারী নিদয় হয়ো না
একবার ভজলে হরি বংশীধারী নিদয় হয়ো না
ছেড়ে দেবো না, আমি ছেড়ে দেবো না
ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবো না
ছেড়ে দেবো না, আমি ছেড়ে দেবো না
ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবো না
ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবো না
ছেড়ে দিলে সোনার গৌড় আর তো পাবো না
ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবো না
ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবো না
তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
ভুবন মোহন গোরা, ওহে মুনিজনের মনহরা
ভুবন মোহন গোরা, ওহে মুনিজনের মনহরা
আমি নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না
আমি নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না
না, না, না, ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবো না
ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবো না
তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
señorita, margarita
ओले बम भोले, dance with me
take my hand now, understand now
it’s amore by the sea
like messiah let’s go higher
ओले बम भोले, dance with me
oh i miss you, let me kiss you
it’s amore by the sea
যাবো ব্রজের কুলে কুলে, আমি মাখবো ব্রজের পদধূলি
যাবো ব্রজের কুলে কুলে, আমি মাখবো ব্রজের পদধূলি
জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মগনা
জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মগনা
না, না, না, ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবো না
ছেড়ে দিলে সোনার গৌড় আর তো পাবো না
ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখবো
ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
oh susana, marijuana
बम बम भोले, stay with me
always i miss you, babe
let me kiss you, babe
i’m the man with the tambourine
señorita, margarita
ओले बम भोले, dance with me (come, come)
light my fire, let’s go higher
it’s amore by the sea
Random Song Lyrics :
- we so up! - sosmula lyrics
- up and down remix - radsmlthumbnails lyrics
- i love you - juan cirerol lyrics
- sufrimento amoroso - vr studios lyrics
- you’re wonderful (alternate version) - marvin gaye lyrics
- my pain - tsj leolo lyrics
- my sins - jelly roll lyrics
- paid for it - ty brasel lyrics
- fire in the sky - brooklyn queens lyrics
- sweet tooth - vsn black lyrics