
tar katha - shreya ghoshal lyrics
Loading...
তার কথা পড়ে মনে একা নির্জনে
কেন সে আসে না, ও
তার কথা পড়ে মনে একা নির্জনে
কেন সে আসে না, ও
তার কথা পড়ে মনে
এই আলো*নেভা মোহিনী রাত কী বলে যায়
মন বোঝে না তো জেগে থাকে, তবু হাসায়
দেখা সে দিলো না, কাছে সে এলো না
হলো যে অধরা
তার কথা পড়ে মনে
ঝড় জেগেছে আজ, মনে মনে ঝরে পাতা
আজ কবিতা*গান সবই খোঁজে নীরবতা
সে তবু বোঝেনি, ফিরেও দেখেনি
অবহেলাতে যে
তার কথা পড়ে মনে একা নির্জনে
কেন সে আসে না, ও
তার কথা পড়ে মনে
Random Song Lyrics :
- i teraz kiedy mogę spać - chłodno lyrics
- certain lady - gary farr lyrics
- before i met you - firefall lyrics
- volar - obie wanshot lyrics
- set dj pedro 5.0 (part. mc's hariel, pv, davi, g15, ryan sp, menor da vg e cabelinho) - l lyrics
- what else is new - jose guapo lyrics
- see another year - adam oh lyrics
- klon - gabs_0l lyrics
- in the booth - moweezy lyrics
- ani hoev - אני אוהב - hakeves hashisha asar - הכבש השישה עשר lyrics