
godhulir opare - shunno lyrics
[verse*1]
ভূলের স্রোতে ভূলে যাওয়া
স্বপ্ন তোমার ফিরে পাওয়া
ঘুম ফুরোনোর ভোরে তোমারই হতে চাওয়া
[pre*chorus]
মনের গভীরে রেখে দেয়া
স্বপ্নে তোমায় এঁকে যাওয়া
ফেলে আসা গোধূলিতে তোমাকেই খুঁজে ফেরা
ভূলের স্রোতে ভূলে যাওয়া
স্বপ্ন তোমার ফিরে পাওয়া
ঘুম ফুরোনোর ভোরে তোমারই হতে চাওয়া
মনের গভীরে রেখে দেয়া
স্বপ্নে তোমায় এঁকে যাওয়া
ফেলে আসা গোধূলিতে তোমাকেই খুঁজে ফেরা
[chorus]
চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে
চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে
[verse*2]
ঘুম নেমে আসা আকাশটাকে
হয়নি ধরা ভূলের স্রোতে
হয়নি ছোঁয়া ওই আলোর স্বপ্নচূড়া
সূর্য ঢাকা ভোরের পথে
হারিয়ে যাওয়া স্মৃতির সাথে
তোমাকে ফিরে পেতে আমার অপেক্ষায়
[chorus]
চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে
চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে
[outro]
শব্দহীন বালুচরে
ফিরে এসে আমার অগোচরে
রাঙিয়ে দাও আজ তোমার রঙে
রঙমশালের সেই আলোতে
বলতে চাই আজ তোমাকে
না বলা অনূভুতি ভাষায় ফেলে
চলো আজ ফিরে যাই গোধুলির ওপারে
চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে
Random Song Lyrics :
- skype - 1luvflake lyrics
- lipstick stain - spikey mikey lyrics
- onslaught - tha god fahim & nicholas craven lyrics
- reni (outro) - murda4sosa lyrics
- 2safe2say - 424kp lyrics
- твой нежный свет - woof.ogg lyrics
- everything is broken - eat defeat lyrics
- did you see the words (11/18/04 chapel hill, nc) - animal collective lyrics
- nothing you need - bruiser brody lyrics
- пойму (will understand) - stetkar lyrics