
pother shilpi - shunno lyrics
Loading...
[verse*1]
কারও কারও
দুপুরগুলো
ঘুণেধরা
ইচ্ছেমত
[pre*chorus]
কারও কাছে
স্বপ্নটুকুও
অস্পৃশ্য এক
বোধের মত
[chorus]
ওদের কথা বলা থাকে
পথের সব ধূলোর শিল্পে
স্বপ্ন কখনো সত্যি হয়ে
আসে না তো ওদের গল্পে
[instrumental break]
[verse*2]
কারও কারও
হাতের রেখা
ফাঁকি দিয়ে
যায় শুধু
নিজের জন্যে
কখনো সুখের
পায় না ধরা
ওদের মুঠো
[chorus]
তুমি যখন অলস বসে
কুড়িয়ে চলো ইচ্ছে গুলো
ওরা তখন পথে কুড়োয়
স্বপ্ন ছাড়া কাগজ টুকরো
Random Song Lyrics :
- the red flower - harbinger uk lyrics
- intro (grob sein vater) - gpc lyrics
- controversial (prod. noizy) - trap scholar lyrics
- talk too much - jxrdan lyrics
- victor factory - loser15271 lyrics
- мечты и страхи (dreams and fears - sleetil lyrics
- gray x wenda song part 3 - benjixscarlett lyrics
- մարած աստղերի քաղաք - destaucheze lyrics
- demonwalkingin.wav - tryl lyrics
- don't know where to start (acoustic fuzzed version) - the primitives lyrics