
sritir chera pata - shunno lyrics
[verse*1]
আমি নিতে দেবো না
সময়কে এক মুঠোভরা জোছনা
চাঁদটা যতই দূরের হোক না
ছুঁতে আমি চাই না
[pre*chorus]
পৃথিবীর সব অপার
বিস্ময় থাক আমার অদেখা
শূন্য খাতার প্রতিটি পাতায়
সময় কাব্য অলেখা
[chorus]
আমি মেলবো না আর স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো
স্মৃতির ছেঁড়া পাতায়
আমি মেলবো না আর স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো
স্মৃতির ছেঁড়া পাতায়
[verse*2]
আমি দেবো না পাড়ি
তোমায় নিয়ে নিষ্প্রাণ নদীতে
যে পথ ভুলে পৌঁছে গেছে
শূন্য মরুর বুকে
[pre*chorus]
শেষ বিকেলে হারিয়ে যাওয়া
স্মৃতি হাতড়ে বেড়ায়
নিঝুম রাতের অন্ধকারে
স্বপ্ন ধরা খেলায়
[chorus]
আমি মেলবো না আর স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো
স্মৃতির ছেঁড়া পাতায়
আমি মেলবো না আর স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো
স্মৃতির ছেঁড়া পাতায়
আমি মেলবো না আর স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো
স্মৃতির ছেঁড়া পাতায়
আমি মেলবো না আর স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো
স্মৃতির ছেঁড়া পাতায়
Random Song Lyrics :
- midnight madness (dual output remix) - heltah skeltah lyrics
- shining star (12" mix) [2018 remastered version] - david bowie lyrics
- summer rain - abushady lyrics
- 1.9.9.3. (interlude) - bap xl lyrics
- don't let go - matthewkojian lyrics
- raus aus der klasse, zurück in die klasse - die goldenen zitronen lyrics
- je t'en prie (clip officiel) - mister fayasto lyrics
- when worlds collide - tombstone da deadman lyrics
- silence - fuvk lyrics
- melody - canopy climbers lyrics