
shey amay_shuvo islam_aryan faiz - shuvo islam lyrics
Loading...
সে আমায় বোঝে না *আমি কাউকে বুঝি না
সে আমায় ভালোবাসে না*আমি কারো সঙ্গ খুজি না।
আমার স্বপ্ন জুড়ে ছিলো যে!
রাত দুপুরের কাছে পেতো সে
আশার দিশারি খুঁয়ে এলে *পূর্ণ হতো নেমে সে, নিমেষে।
আমার ব্যালকনিতে ঝরে পাতা*ঋতু বদলের উষ্ণতায়
কাক ডাকে না চাঁদ ডুবলে*সঙ্গ শূন্যতায়
বালিশ যেথায় সুখ বুঝেছে! মেঘের গড়াগড়ি
কাছিম গতিতে দুঃখাহত*ঘড়ি চলে তব আনাড়ি।
শশী তুমি আমার বিষাদের মহা কারন
চাই না চাই তবু না পারি তোমার করিতে বারন।
কেনো তুমি বারবার দুঃখ নিয়ে ফিরো
অন্ধকারে ভালো আছি* নেই প্রয়োজন আলোর।
Random Song Lyrics :
- beauty and the beast - domino (singer) lyrics
- 30 for 30 freestyle: day 1 - emilio rojas lyrics
- ausgebrochen - nano miratus lyrics
- wenn ich groß bin - 23 (deu) lyrics
- swan song - gallows lyrics
- twines - dependence lyrics
- każdy krok - yappe x bejf lyrics
- the words that makes you sing - jim stärk lyrics
- golden age - lanks lyrics
- 1000 moi mme - 2124904 - déportivo lyrics