
jani na - shuvo lyrics
Loading...
তোমার চোখেরো পাতা নাচেনা,
নাচেনা আমারও পথ চেয়ে,
তোমার পায়ে পায়ে মল বাজেনা,
বাজেনা আমারও সাড়া পেয়ে,
হাসোনা, হাসোন সে হাসি মধুময়,
তুমি আর নেই সে তুমি।
তোমার সাপেরও বেণী দোলেনা,
দোলেনা হাওয়ার বাঁশি শুনে,
তোমার চোখে বিজলি খেলে না,
খেলে না মেঘেরও গরজনে।
গুন গুন, গুন গুন করনা অসময়ে।।
তুমি আর নেই সে তুমি।
তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি।
জানি না জানি না কেন এমন হয়।।
তুমি আর নেই সে তুমি।
তুমি আর তুমি আর নেই সে তুমি।
তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি
তুমি আর নেই সে তুমি।।
Random Song Lyrics :
- el ruido del silencio - alex nogueira lyrics
- ursinne - gravstenad lyrics
- escape 240 - skabzemortal lyrics
- 5am in kuwait - hitta castro lyrics
- something true - juniper vale lyrics
- eighteen - b2nny lyrics
- i can't (acoustic) - caitlyn smith lyrics
- marionette - the paper melody lyrics
- good toppings (i hope you had the pie of your life) - pizza day lyrics
- blinding lights - holly henry lyrics