khuje firi je tomay - siam al mahmud lyrics
Loading...
 
 
		খুঁজে ফিরি যে তোমায়, তবু তো খুঁজে না পাই
থাক তুমি বহুদুরে, ধরিতে পারিনা তবু চাই।
মরিচিকা হয়ে তুমি দেখো যে আমায়
ধরি ধরি ধরি তবু ধরিতে না পাই
দূর হতে দেখে তবু আশা যে মিটাই।
তোমাকে মনে করি, কত কাছে তুমি
এগিয়ে থাকি তবু দূরে থাকো তুমি।
দুর থেকে ভাবি আমি, এখনি যে পাই
যত ভাবি কাছে যাবো, শুধু যে হারাই
পাবো পাবো ভেবে মনে তবু পেতে চাই।
Random Song Lyrics :
- shekveh - mohsen namjoo lyrics
 - teenager - jeff rosenstock lyrics
 - do it again - steve aoki lyrics
 - airanichya deva tula - lata mangeshkar lyrics
 - hey allison! - jeff rosenstock lyrics
 - premonition - killstation lyrics
 - he say, she say - bexey lyrics
 - letting in - nombe lyrics
 - hazaron khwahishen aisi - jagjit singh lyrics
 - die like this - playboi carti lyrics