
sakatare oikandichhe - snita pramanik lyrics
Loading...
সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।।
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা।
যা-কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা।।
সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে-
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে।।
ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে-
কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে।।
কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে-
তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে।।
Random Song Lyrics :
- eu vou morrer de amor - henrick diaz lyrics
- våga chansa - sonja lyrics
- una gallina col pensiero - l'idl delle folle lyrics
- mixed feelings - cal murphy lyrics
- ey yo - hiimjulian lyrics
- streams of consciousness - orianthi lyrics
- carmè - enzo carella lyrics
- blindfolded - sa vich lyrics
- sunsprayed - 3 melancholy gypsies lyrics
- insane - isabèl usher lyrics