
akosshik - social circus lyrics
Loading...
আবার যখন মুখোমুখি হবো
অপ্রকাশিত সত্য আমায় কি ভাবালো
আড়াল যখন বিকশিত হলো
অপরিচিত ক্ষণ আমায় কি ভাবালো
অপ্রতুল আবেগে বন্দি হয়ে থাকি
তবুও তোমাকে আড়াল করে রাখি
হয়তো এসবের কারন তুমিও জানো
হয়তো এসবের কারন আমিও জানি
তবুও কেনো…
আমার চোখে বিষন্নতা খোঁজো
নীরবতায় খুঁজে ফিরে তোমায় কি শোনালো
জানি আবার মুখোমুখি হবো
আমার ছোঁয়ার রঙ তোমায় কি সাজালো
হয়তো এসবের কারন
হয়তো এসবের কারন
হয়তো এসবের কারন তুমিও জানো
হয়তো এসবের কারন আমিও জানি
তবুও কেনো…
Random Song Lyrics :
- desanimar nunca, desistir jamais - oswaldo potenza lyrics
- tony - gsambo lyrics
- s klasė - lil skar lyrics
- my brother said - carrie elkin lyrics
- do you know? - dippers lyrics
- ain't i - jugg harden lyrics
- big footed dan - benny martin lyrics
- territorial - primal might lyrics
- pedalea - los claxons lyrics
- buenos días, supermán - ana belén lyrics