
aaj baaje - somchanda bhattacharya lyrics
ওম জয়ং দেহি মা
বালাম দেহি মা
রুপম দেহি মা
যশ দেহি মা
আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
জগৎ ও জননী মাকে করে আহ্বান(২)
মনের ও মুকুরে ভাসে তোমার ই সে আলো ভরা মধু মুখও খান
তোমার ই সে আলো ভরা মধু মুখও খান
মায়ের ও মুরতি ধরে জাগো তুমি জাগো
মায়ার ও বিনাশ করে জাগো তুমি জাগো
আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো
পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো(২)
নীল আকাশ এ তুমি জাগো
মধু ভাসে তুমি জাগো
দশপ্রহরণ ধরে জাগো তুমি জাগো
জাগো তুমি জাগো
জাগো তুমি জাগো
মায়ের ও মুরতি ধরে জাগো তুমি জাগো
আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
মনের ও মুকুরে ভাসে তোমার ই সে আলো ভরা মধু মুখও খান
তোমার ই সে আলো ভরা মধু মুখও খান
মায়ের ও মুরতি ধরে জাগো তুমি জাগো
মায়ার ও বিনাশ করে জাগো তুমি জাগো
আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
Random Song Lyrics :
- full sail - the beach boys lyrics
- cars - mathien lyrics
- untitled - the owls lyrics
- bitch i'm drunk - denial lyrics
- 바보가 되기를 원해 (wanna be foolish) - gi$t (korean) lyrics
- larmes de braise - dr. chakalenstein lyrics
- vague | #versesundays - chris church lyrics
- solo - volts face lyrics
- ain't a thang - paul wall lyrics
- you really got style - gush lyrics