
mayabono biharini - somlata lyrics
Loading...
মায়াবন বিহারিণী হরিণী
গহন স্বপন সঞ্চারিণী
মায়াবন বিহারিণী হরিণী
গহন স্বপন সঞ্চারিণী
কেন তারে ধরিবারে করি পণ, অকারণ
মায়াবন বিহারিণী
থাক থাক নিজমনে দূরেতে
আমি শুধু বাঁশরীর সুরেতে
থাক থাক নিজমনে দূরেতে
আমি শুধু বাঁশরীর সুরেতে
পরশ করিব ওর প্রাণমণ, অকারণ
মায়াবন বিহারিণী
চমকিবে ফাগুনের পবনে
পশিবে আকাশবাণী শ্রবণে
চমকিবে ফাগুনের পবনে
চিত্ত আকুল হবে অনুক্ষণ, অকারণ
দূর হতে আমি তারে সাধিব
গোপনে বিরহডোরে বাঁধিবো
দূর হতে আমি তারে সাধিবো
গোপনে বিরহডোরে বাঁধিবো
বাঁধন বিহীন সেই যে বাঁধন, অকারণ
মায়াবন বিহারিণী…
মায়াবন বিহারিণী হরিণী
গহন স্বপন সঞ্চারিণী
কেন তারে ধরিবারে করি পণ, অকারণ
মায়াবন বিহারিণী
মায়াবন বিহারিণী
মায়াবন বিহারিণী
মায়াবন বিহারিণী
মায়াবন বিহারিণী
মায়াবন বিহারিণী
Random Song Lyrics :
- uh bih - samxsen lyrics
- 18 kilates - legoteddys lyrics
- deadbeat - between you & me lyrics
- the path - formerly len & wesdorp lyrics
- help? - babebee lyrics
- блики - sagara lyrics
- swoosh - binnat lyrics
- flower - mrrandomhere lyrics
- long live pooda - lil kaydee , kdott lyrics
- il reietto del diavolo - adria the reject lyrics