
mone porar gaan - somlata lyrics
আমার চোখের নিচে কবেকার ক্লান্তি
তোমার ফুরিয়ে যাক জীবনের শান্তি
আমার চোখের নিচে কবেকার ক্লান্তি
তোমার ফুরিয়ে যাক জীবনের শান্তি
সাবধান এটা মনে পড়ার গান
সাবধান সব মনে পড়ার গান
সাবধান
তোমার প্রেমের শব্দমালা
চাইছি বলে ভাঙছি তালা
তোমার প্রেমের শব্দমালা
চাইছি বলে ভাঙছি তালা
তুমিও ভাঙছো মাঝে মাঝে
আয়না দেখছো অন্য সাজে
তোমার পদক্ষেপে নিশাতুর ছন্দ
শহরে ছড়িয়ে যায় রক্তের গন্ধ
সাবধান এটা মনে পড়ার গান
সাবধান সব মনে পড়ার গান
সাবধান
আগুন জ্বলছে পুড়ছে সবাই
সাক্ষী আমরা রাখছি না তাই
আগুন জ্বলছে পুড়ছে সবাই
সাক্ষী আমরা রাখছি না তাই
রাস্তাগুলো বিপথগামী
তাও মরতে ভুলে যাচ্ছি আমি
এ মেসেজ ফিরে আসে আমাদের মধ্যে
মৃত্যুর ডানা মেলে শহরের পথ বেয়ে
সাবধান এটা মনে পড়ার গান
সাবধান সব মনে পড়ার গান
সাবধান
আমার চোখের নিচে কবেকার ক্লান্তি
তোমার ফুরিয়ে যাক জীবনের শান্তি
আমার চোখের নিচে কবেকার ক্লান্তি
তোমার ফুরিয়ে যাক জীবনের শান্তি
সাবধান এটা মনে পড়ার গান
সাবধান সব মনে পড়ার গান
সাবধান
Random Song Lyrics :
- face 2 face - kristin kontrol lyrics
- dziś prawdziwych przyjaciół już nie ma - epil lyrics
- stupéfiant - hds (fr) lyrics
- jve - iss bill lyrics
- krótka historia o miłości do... - zaburzenia lyrics
- spiral into existence - the interbeing lyrics
- wolf - passe partout lyrics
- botherface - osti one lyrics
- off the rails - sasquatch lyrics
- free - before the brave lyrics