
paar pabina - somrat sij lyrics
[intro]
এই মিরপুর ১২০৬ জনগদি গরম হাওয়া
টেকনাফতে তেঁতুলিয়া তামা
[verse 1]
এই তুরাগ নদী খাল পার লে
দিয়াবাড়ি দিন পারলে বাউনিবাঁধ হাজী মার্কেট সেনানিবাস পুল পার
দেশের ৬৪ জেলায় বাজে ঈদ*পূজা, বড়দিন to বৈশাখী মেলায় বাজে
বাংলা rap*এ ভাজে বুঝে গোল কইরা গলির মাঝে দাঁড়াইয়া
দোকলা সব খানকি* পোলাগোরে চাপাইয়া
আইছে ভাজ করতে আসমানের রাজ
তোর চোখের মাইরে বাপ তুই ভাই direct minus
আমারে নুন খাইয়া ঠিকই গিয়া গুন গাবি মাইনকার
খেলা শেষ খোদা হাফেজ, লে আলা গাইল পার
কিস্তি লইয়া তোল পারলে খবর লাগা চাইলকার
তুই যেহানকার ছাত্র আমি ওনের হেডমাস্টার
তেরামি চো*না চলে cutting নল্লিতে
মাল খাইয়া পল্লীতে মুতি ভূতের গল্লিতে
ঢোল পিডা পল্টিডা লইলো কেডা লাপাতা
জ্বর ভাগা napa দা ধরমু হপায় থাপ্পাদা
[chorus]
এইডা আমাগো নদী এইডা আমাগো কূল
এইডা আমাগো পাড়া চলে আমাগো rule
এনে পিঠ পিছে ছুরি মাইরা লাভ হইবো না
হইবো না, কাপঝাপ কইরা কেউ পার পাইবো না
এইডা আমাগো নদী এইডা আমাগো কূল
এইডা আমাগো পাড়া চলে আমাগো rule
এনে পিঠ পিছে ছুরি মাইরা লাভ হইবো না
হইবো না, কাপঝাপ কইরা কেউ পার পাইবো না
[verse 2]
আমাগো চুলাতে গোস্ত তোর থালে ভরা ঝোলে
নুন আনতে পান্তা ফুরায় ঘর চালা beat sell*এ
scene*এ যোদ্ধা তোর ভাই গুল্লি খাইবো
নেশাখোর তুই গুটি খা
বাপ না রে ভাইস্তা তুই পাও ধুইয়া পানি খা
লে কান্নি খাইয়া বিল্লা খা
চাবাইস না তুই গিল্লা খা
১২ ঘাটের পানি চুইয়া ভাইগো হুডের seal লাগা
হোপ এডি ঝোপ বুইঝা কোপ বহায় পিছেরতে
গুটিবাজি কইরা লাউরা উঠতারবি না নিচেরতে
মান্দা মাস্টার কইলো কী?
প্যাক পারাইয়া লইলো কী?
কইয়ের তেলে ঘি ঢাইলা beef ছুটাইয়া নল্লি decide কর
call আইছে cameraman focus কর
চিন্তা ভাবনা মস্তিষ্ক syndicate bogus তোর
এজন্যে কোনো মাতবরি টিগে নাই
তোর বাপেরায় কুলাইয়া পারে নাই
গাঞ্জের মাল এডি আমরা না বাইছাই খাই
লইছি তো লইছি কোন ছাড়াছাড়ি নাই
[chorus]
এইডা আমাগো নদী এইডা আমাগো কূল
এইডা আমাগো পাড়া চলে আমাগো rule
এনে পিঠ পিছে ছুরি মাইরা লাভ হইবো না
হইবো না, কাপঝাপ কইরা কেউ পার পাইবো না
এইডা আমাগো নদী এইডা আমাগো কূল
এইডা আমাগো পাড়া চলে আমাগো rule
এনে পিঠ পিছে ছুরি মাইরা লাভ হইবো না
হইবো না, কাপঝাপ কইরা কেউ পার পাইবো না
[outro]
এই ১০০ বার দিবি ১০১ বার লবি হাউ* পোলা এইডা মিরপুর
চোদনা গঞ্জের মাল এনে চোদার time নাই
অনেক দিসি, অনেক দিসি, যা দিছি এটা লইয়া ল
Random Song Lyrics :
- sometimes - lih lyrics
- untouchable - sandre lyrics
- sun green - neil young and crazy horse lyrics
- circus - lil cargon lyrics
- stare smieci - idontexistanymore lyrics
- пьяная (drunk) - сэдди сэд (saddy sad) lyrics
- thunderbirds are go! (original tv series theme) - hans zimmer lyrics
- name of a flower/july - the fatal sling lyrics
- a scar is born! - the grinning man lyrics
- ali veli maria - ilhan irem lyrics