
mukhorito jibon - souls lyrics
এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজো এই মনকে ঘিরে
এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজো এই মনকে ঘিরে
ঝিনুক শামুকে ভরা বালুর চরে
ঢেউয়ের সাথে নেচেছি
রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা
সৈকতে ফেলে এসেছি
ঝিনুক শামুকে ভরা বালুর চরে
ঢেউয়ের সাথে নেচেছি
রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা
সৈকতে ফেলে এসেছি
ওরে ছুটে যাই চলো সেই সাগর তীরে
ওরে খুঁজে নেই চল, ফেলে আসা মুক্তো হীরে
ওরে ছুটে যাই চলো সেই সাগর তীরে
ওরে খুঁজে নেই চল, ফেলে আসা মুক্তো হীরে
এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজো এই মনকে ঘিরে
রাত্রিতে জোছনায় দাওয়ায় বসে
মজার গল্প কত শুনেছি
ঢুলু ঢুলু আঁখিতে আবির মেখে
স্বপ্নের জাল বুনেছি
রাত্রিতে জোছনায় দাওয়ায় বসে
মজার গল্প কত শুনেছি
ঢুলু ঢুলু আঁখিতে আবির মেখে
স্বপ্নের জাল বুনেছি
ওরে সেইতো ভালো চোখ দুটো বুঁজে ছিলে
ওরে সেইতো ভালো সবকিছু ভুলে ছিলে
ওরে সেইতো ভালো চোখ দুটো বুঁজে ছিলে
ওরে সেইতো ভালো সবকিছু ভুলে ছিলে
এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজো এই মনকে ঘিরে
এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজো এই মনকে ঘিরে
সুর তোলে আজো এই মনকে ঘিরে
সুর তোলে আজো এই মনকে ঘিরে
সুর তোলে আজো এই মনকে ঘিরে
Random Song Lyrics :
- pilha - burn-o lyrics
- hammerite - bloodgod lyrics
- bloom - shallow pools lyrics
- lulaj - paulina przybysz lyrics
- without you - ian thomas lyrics
- com você - sobretarde lyrics
- prepare - musalwa lyrics
- mi mejor inspiración - norick lyrics
- por primera vez (part. evaluna montaner) - camilo lyrics
- tiktokerki - zebo lyrics