
hariye jao - soumarshi banerjee lyrics
Loading...
তোমার দুটি মায়া চোখে
লুকিয়ে আছে নিষ্পাপ কিছু স্বপ্ন।
তুমি চাও সে স্বপ্ন হোক ,সত্যি আর
জ্বলুক প্রাণে আলো। (২ x )
তবে তুমি এই মিথ্যে সমাজের ভিড়ে
কিছুটা ভয় , কিছুটা সংশয় নিয়ে
হারিয়ে যাও
তবে তুমি এই মিথ্যে সমাজের ভিড়ে
কিছুটা ভয় , কিছুটা সংশয় নিয়ে
হারিয়ে যাও
হারিয়ে যাও
হারিয়ে যাও |
জানি তোমার রাতে ঘুম
হয়না যে আর
জানি আছে মনে অস্বস্তি তোমার
জানি আঁধার রাতে জেগে কাঁদো তুমি
ভাবো ঘটবে কবে
এ যন্ত্রণার অবসান।
তোমার দুটি মায়া চোখে
লুকিয়ে আছে নিষ্পাপ কিছু স্বপ্ন।
তুমি চাও সে স্বপ্ন হোক ,সত্যি আর
জ্বলুক প্রাণে আলো।
তবে তুমি এই মিথ্যে সমাজের ভিড়ে
কিছুটা ভয় , কিছুটা সংশয় নিয়ে
হারিয়ে যাও
তবে তুমি এই মিথ্যে সমাজের ভিড়ে
কিছুটা ভয় , কিছুটা সংশয় নিয়ে
হারিয়ে যাও
হারিয়ে যাও
হারিয়ে যাও।
Random Song Lyrics :
- this moment - harmz (can) lyrics
- dear friend - ashli willow lyrics
- kan we kan - كان وكان - mohamed hamaki - محمد حماقي lyrics
- parar el tiempo - cimafunk lyrics
- onlyfans - slim guerilla lyrics
- биполярный (bipolar) - trapkidtrapplu archive lyrics
- canim ist so down - 391er youngin lyrics
- mente* (pra mim) - omgsuf lyrics
- friend zone - raahiim lyrics
- flutterby - quinnie lyrics