
onyo thikaana - soumyadip chakraborty lyrics
আছি, দারুণ শীতে
উষ্ণতা নিয়ে বুকে
আছি, বৃষ্টি মাঝে
শুয়ে দেয়ার সুখে
আছি, দারুণ শীতে
উষ্ণতা নিয়ে বুকে
আছি, বৃষ্টি মাঝে
শুয়ে দেয়ার সুখে.
বলবো কি আর সেই কথাটা
চেয়েছি যা বলতে
সময় গেছে অনেক চলে
রাগ বাকি গলতে
হাজার বাধা পেরিয়ে যাবো তোমার কাছে
যেমন কোনো মন্ত্রবলে মানুষ বাঁচে
তোমার ভালোবাসা খোজে অন্য মানে
তলিয়ে গেছি উল্টো শ্রোতে
বিস্তৃতির টানে…
প্লিজ আমাকে আর খোজনা
খুজলে পরে আর পাবেনা
এখন আমার অন্য ঠিকানা
প্লিজ আমাকে আর খোজনা
খুজলে পরে আর পাবেনা
এখন আমার অন্য ঠিকানা
হারিয়ে গেছি
কোন মুহূর্তে
লড়ছিনা আর
কোনো শর্তে
তোমার কথা
ভাবতে ভাবতে আমি চোখ বুজেছি যেই
কোন অধিকার
কিসের মায়া
হাতছেড়ে যাই
কেমন চাওয়া
উদাস আমি
ছন্নছাড়া
ফিরছিনা কোনো মতেই
এসব ভালো লাগেনা আর
ভীষণ রকম
যত ভাবি ভুলে যাবো
নোনতা যখন…
প্লিজ আমাকে আর খোজনা
খুজলে পরে আর পাবেনা
এখন আমার অন্য ঠিকানা
প্লিজ আমাকে আর খোজনা
খুজলে পরে আর পাবেনা
এখন আমার অন্য ঠিকানা
অন্য ঠিকানা…
কেমন ছিলো
হেরে যাওয়া
ধুলোমাখা
দিনের শেষে
দুঠোট জুড়ে
ভালোবাসা
ছুয়ে ছিলো
কপাল ঘেষে
Random Song Lyrics :
- две столицы (two capitals) - витас (vitas) lyrics
- swallow the semen - lil duke lyrics
- scarface (album introduction) - dj dx lyrics
- 사계 (four season) - younha lyrics
- sisters - nadia gold lyrics
- lair hill - it prevails lyrics
- just joy - moon honey lyrics
- somebody else - jaden lyrics
- goodbye - joanna wang lyrics
- sunrise - jacky x lyrics