
dinguli more sonar khachaye - srabani sen & ratna mitra lyrics
Loading...
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না–
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
কান্নাহাসির বাঁধন তারা সইল না–
সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥
আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা– উড়ে গেল, সকল কথা কইল না–
সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥
স্বপন দেখি, যেন তারা কার আশে ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে–
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
এত বেদন হয় কি ফাঁকি।
ওরা কি সব ছায়ার পাখি।
আকাশ-পারে কিছুই কি গো বইল না–
সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥
Random Song Lyrics :
- rijden door de nacht - bløf lyrics
- you gotta hold on - the flaming lips lyrics
- town without pity - the dickies lyrics
- night time - the cats lyrics
- d.m.k. - intelekto, koqe - d.m.k. (albania) lyrics
- oye mi amor - adan cruz feat. camy g lyrics
- everything went down - kate tucker & the sons of sweden lyrics
- la pianta del tè (parte 2) - ivano fossati lyrics
- удержать её образ (hold her image) - lonely wolf yd lyrics
- por eso me marché - araujo lyrics