
danriye acho tumi - srabani sen & saheb chattopadhyay lyrics
Loading...
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
আমার সুরগুলি পায় চরণ, আমি
পাই নে তোমারে।
বাতাস বহে মরি মরি
আর বেঁধে রেখো না তরী,
এসো এসো পার হয়ে মোর
হৃদয়-মাঝারে।
তোমার সাথে গানের খেলা
দূরের খেলা যে,
বেদনাতে বাঁশি বাজায়
সকল বেলা যে।
কবে নিয়ে আমার বাঁশি
বাজাবে গো আপনি আসি,
আনন্দময় নীরব রাতের
নিবিড় আঁধারে।
(end)
Random Song Lyrics :
- the lovecats - live at bestival/2011 - the cure lyrics
- non avrei mai pensato - tradez & clone lyrics
- get back - затми (zathmi) lyrics
- a message for someone - zaheer, the 90s baby lyrics
- bloodshot eyes - throw the fight lyrics
- let's ride - josh x lyrics
- cry of the planet - mega ran lyrics
- school high: part 2 - exl lyrics
- tijuana violenta - jorge santacruz y su grupo quinto elemento lyrics
- en primer plano - eros ramazzotti lyrics