ache dukho ache mrityu - srabani sen & sujoy prasad lyrics
Loading...
আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে
তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে
আছে দুঃখ আছে মৃত্যু…
তবু প্রাণ নিত্য ধারা হাসে সূর্য চন্দ্র তারা
বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে
আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে
তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে
আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে|
তরঙ্গ মিলায় যায় তরঙ্গ উঠে
কুসুম ঝরিয়া পরে কুসুম ফুটে
নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন্য লেশ
সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে
আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে
তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে
আছে দুঃখ আছে মৃত্যু…
Random Song Lyrics :
- why we come to californy - julia holter lyrics
- on the side - daniel blume lyrics
- cut tru - mojo (zt) lyrics
- home of madness (festival anthem) - hbz, mashup-germany & dj blackbeard lyrics
- hideout 22 - azazus lyrics
- island part ii - felsenreich lyrics
- slipping into darkness - the suicide machines lyrics
- 2019 - thefeethands lyrics
- grow - cousin boneless lyrics
- ayyalayyal - yiohomega lyrics