
charandwani shuni tobo - srikanto acharya lyrics
Loading...
চরণধ্বনি শুনি তব, নাথ, জীবনতীরে
কত নীরব নির্জনে কত মধুসমীরে
চরণধ্বনি শুনি তব, নাথ
গগনে গ্রহতারাচয় অনিমেষে চাহি রয়,
গগনে গ্রহতারাচয় অনিমেষে চাহি রয়,
ভাবনাস্রোত হৃদয়ে বয় ধীরে একান্তে ধীরে
চরণধ্বনি শুনি তব, নাথ
চাহিয়া রহে আঁখি মম তৃষ্ঞাতুর পাখিসম,
শ্রবণ রয়েছি মেলি চিত্তগভীরে–
চাহিয়া রহে আঁখি মম তৃষ্ঞাতুর পাখিসম,
শ্রবণ রয়েছি মেলি চিত্তগভীরে–
কোন্ শুভপ্রাতে দাঁড়াবে হৃদিমাঝে,
কোন্ শুভপ্রাতে দাঁড়াবে হৃদিমাঝে,
ভুলিব সব দুঃখ সুখ ডুবিয়া আনন্দনীরে
চরণধ্বনি শুনি তব, নাথ, জীবনতীরে
কত নীরব নির্জনে কত মধুসমীরে
চরণধ্বনি শুনি তব, নাথ
Random Song Lyrics :
- дежавю (deja vu) - триада (triada) lyrics
- wild brush fire - shahmen lyrics
- him or you - skitz kraven lyrics
- widziałem cie - t.w.r. lyrics
- mount beauty - jen cloher lyrics
- potwory i spółka - enlineq lyrics
- oh, mefisto - u.d.r lyrics
- sunflower soul - londrelle lyrics
- winter sundays - .anonymousyp lyrics
- let my soul (live acoustic) - gateway lyrics