
chokkhe aamar trishna - srikanto acharya lyrics
Loading...
চক্ষে আমার তৃষ্ণা,
ওগো তৃষ্ণা
আমার বক্ষ জুড়ে ।
চক্ষে আমার তৃষ্ণা,
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
সন্তাপে প্রাণ যায়, যায় যে পুড়ে ॥
চক্ষে আমার তৃষ্ণা
ঝড় উঠেছে তপ্ত হাওয়ায়, হাওয়াত
মনকে সুদূর শূন্যে ধাওয়ায়—
অবগুণ্ঠন যায় যে উড়ে ॥
চক্ষে আমার তৃষ্ণা,
যে-ফুল কানন করত আলো
কালো হয়ে সে শুকাল ।
কালো হয়ে সে শুকাল, হায়
ঝরনারে কে দিল বাধা—
নিষ্ঠুর পাষাণে বাঁধা
দুঃখের শিখরচূড়ে ॥
চক্ষে আমার তৃষ্ণা,
ওগো তৃষ্ণা
আমার বক্ষ জুড়ে ।
চক্ষে আমার তৃষ্ণা,
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
সন্তাপে প্রাণ যায়, যায় যে পুড়ে ॥
চক্ষে আমার তৃষ্ণা।।
Random Song Lyrics :
- fairy (小精灵) - tfboys lyrics
- the gallows - the builders and the butchers lyrics
- gta - 333nivira lyrics
- cold war nemisis - soul_poster lyrics
- girls in love - popcaan lyrics
- febelux - feli meurisse lyrics
- destino - livia suhett lyrics
- resist to exist (russian version) - what we feel lyrics
- grow up to - miss grit lyrics
- want me - moritz lyrics