
tumi rabe nirabe hridoye momo - srikanto acharya lyrics
Loading...
তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে,
নিবিড়, নিভৃত,
পূর্ণিমা নিশীথিনী সম,
তুমি রবে নীরবে।
মম জীবন যৌবন,
মম অখিল ভুবন,
তুমি ভরিবে গৌরবে,
নিশীথিনী-সম।
তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে।
জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি।
জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি।
মম দুঃখবেদন,
মম সফল স্বপন,
মম দুঃখবেদন,
মম সফল স্বপন,
তুমি ভরিবে সৌরভে,
নিশীথিনী সম।
তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে,
নিবিড় নিভৃত,
পূর্ণিমা নিশীথিনী সম,
তুমি রবে নীরবে॥
Random Song Lyrics :
- le souffle - westara lyrics
- handsome boy - howell dawdy lyrics
- hum nashe mein toh nahin - arijit singh, tulsi kumar lyrics
- turning around - rides again lyrics
- vela por nós - freitas santana lyrics
- paname - 3arbi lyrics
- don't let go - basenji lyrics
- coraline - beanie lyrics
- til the end - witchz lyrics
- low key - tk the architect lyrics