ei je ami - stoic bliss lyrics
[intro]
হুমম, লা-লাল্লা
[verse 1]
কতদিন কেটে গেলো তোমায় না দেখে
কতরাত পার হলো তোমায় পাশে না পেয়ে
মাঝে মাঝে মনে হয় যদি দেখাতে পারতাম
কত ভালোবাসি তোমাকে
[chorus]
যেদিকে তাকাই সেদিকে দেখি
তোমার সেই প্রতিচ্ছবি
মনে পড়ে যায় main street-এ প্রথম
ভালোবেসেছিলাম তোমায়
আঁধারে ঘেরা আমার এই দুনিয়ায়
আলো দিয়ে ভরে দিলে তুমি
ঘোলাটে মেঘলা আকাশে আমার
রংধনু হয়ে এলে তুমি
[verse 2]
জানলার পাশে যখন রাগ করে কাঁদতে
বুঝতে পারিনি জমে কত রাগ সেই বুকে
সময়ের কাঁটা যদি ঘুরিয়ে দিতে পারতাম
দেখতে আমার আদর কিভাবে
জড়িয়ে তোমায় হৃদয়ে রেখে
কষ্ট গুলো মুছে দিয়ে
তুমি আমার ভোরেরই আলো
তোমাতেই প্রেমের নীরে
সুর তোমায় কাগজে লিখে
সাজিয়েছি কবিতায় কবিতায়
জোছনা রাত আর সবকিছু
আজ তোমার সেই প্রতীক্ষায়
[chorus]
যেদিকে তাকাই সেদিকে দেখি
তোমার সেই প্রতিচ্ছবি
মনে পড়ে যায় main street-এ প্রথম
ভালোবেসেছিলাম তোমায়
আঁধারে ঘেরা আমার এই দুনিয়ায়
আলো দিয়ে ভরে দিলে তুমি
ঘোলাটে মেঘলা আকাশে আমার
রংধনু হয়ে এলে তুমি
[outro]
there she’s the one, she’s the one of her kind
she’s in my dream, in my soul, in my mind
is i still so close?
she’s so far away
there she’s the one, she’s the one of her kind
কেঁদো না দেখো এই যে আমি
হাত তোমার ধরে রেখেছি
আপ্পি, তুমি আমার আপ্পি
চোখ খুলে দেখো এই যে
Random Song Lyrics :
- trouble - sadie miller lyrics
- safeway adventures - badview lyrics
- portland - strawberry milk cult lyrics
- rest assured - have near lyrics
- back to the bars - jay london lyrics
- bigger than the both of us - too $hort lyrics
- soldado de piedra - cuchillazo lyrics
- коли ти дорослий - дев'ятий x deltaplan lyrics
- undo - alex karweit lyrics
- vacant - ben farraby lyrics